Vinicius Junior Racism | খেলার মাঠে বর্ণবিদ্বেষের শিকার মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস! নিভলো ‘ক্রাইস্ট দ্য রিডিমার'র আলো!

Wednesday, May 24 2023, 1:48 pm
highlightKey Highlights

ব্রাজিলীয় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষীয় মন্তব্য। প্রতিবাদে ফুটবল জগৎ। সোমবার নিভিয়ে রাখা হল বিশ্বের সব থেকে উঁচু যিশুখ্রিস্টের মূর্তির সব আলো।


খেলার মাঠেই বর্ণবিদ্বেষের  (Racism) শিকার রিয়াল মাদ্রিদের (Real Madrid) ব্রাজিলীয় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। ফুটবলারের গায়ের রঙের জন্য খেলা চলাকালীনই তাঁকে উদ্দেশ্য করে একাধিকবার বর্ণবিদ্বেষ সম্পর্কিত কুমন্তব্য করার অভিযোগ ওঠে ম্যাচ দর্শকদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সরব তাবড় তাবড় ফুটবলার থেকে শুরু করে ফিফা সভাপতি ও ফুটবল জগতের প্রথম সারির ব্যক্তিরা। ঘটনার প্রতিবাদে নিভিয়ে দেওয়া হয় ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ (Christ the Redeemer) এর সব আলো। অন্ধকারে পড়ে থাকল বিশ্বের সব থেকে উঁচু যিশুখ্রিস্টের মূর্তি। 

খেলা চলাকালীন ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষীয় মন্তব্য
খেলা চলাকালীন ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষীয় মন্তব্য

এই বর্ণবিদ্বেষের ঘটনার সূত্রপাত হয় গত রবিবার। সেদিন ভ্যালেন্সিয়ার (Valencia) কাছে ০-১ গোলে হারে রিয়াল। তবে ম্যাচের মাঝেই বারংবার বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয় ভিনিসিয়াসকে। কটাক্ষ করা হয় তাঁর গায়ের রং নিয়ে। এমনকি খেলোয়াড়কে ‘বাঁদর’ বলে ডাকা হয়। ঘটনাটি বারবার হওয়ায় এর প্রতিবাদও করেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি জানান গোল পোস্টের পিছনে থাকা কয়েকজন সমর্থক তাকে উদ্দেশ্য করে এমন কুমন্তব্য করছেন। ঘটনার প্রতিবাদে রিয়ালের তরফ থেকে সাময়িক ভাবে খেলা বন্ধ রাখারও কথা বলা হয়। কিন্তু  তাতে আপত্তি জানান রেফারি (Referee)। তিনি জানান, আগে মাঠের স্পিকারে সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করা হবে। তার পরেও একই ঘটনা ঘটলে খেলা বন্ধ করা হবে। কিন্তু খেলা শুরু হতেই ভ্যালেন্সিয়ার এক ফুটবলারের সঙ্গে ঝামেলা শুরু হয় ভিনিসিয়াসের। তাঁকে দেখানো হয় লাল কার্ড।

Trending Updates
 ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষীয় মন্তব্য ঘটনার বিরুদ্ধে নিভিয়ে দেওয়া হল ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র সব আলো
ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষীয় মন্তব্য ঘটনার বিরুদ্ধে নিভিয়ে দেওয়া হল ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র সব আলো

ম্যাচের পরেই ঘটনার তীব্র নিন্দা করে ভিনিসিয়াস ইনস্টাগ্রামে লেখেন, এটি প্রথমবার নয়, এর আগেও লা লিগায় (La Liga) বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় উৎসাহ পান প্রতিদ্বন্দ্বী দলও। তবে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেই জানালেন রিয়ালের ফুটবলার।

ভিনিসিয়াসের গায়ের রং নিয়ে বর্ণবিদ্বেষীয় মন্তব্য করেন দর্শকরা
ভিনিসিয়াসের গায়ের রং নিয়ে বর্ণবিদ্বেষীয় মন্তব্য করেন দর্শকরা

প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বার নয়। লা লিগায় বর্ণবিদ্বেষ খুব স্বাভাবিক। প্রতিযোগিতার আয়োজকরা, ফুটবল সংস্থাও সেটাই মনে করে। বিপক্ষ দল এতে আরও উৎসাহ পায়। যে লিগে রোনাল্ডিনহো, রোনাল্ডোএবং মেসির মতো ফুটবলাররা খেলে গিয়েছে, তা এখন বর্ণবিদ্বেষীদের দখলে। কিন্তু আমি শক্তিশালী এবং শেষ পর্যন্ত বর্ণবিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করব।

ভিনিসিয়াস জুনিয়র
ইনস্টাগ্রামে ঘটনার তীব্র নিন্দা করে ভিনিসিয়াস জানান এর প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি
ইনস্টাগ্রামে ঘটনার তীব্র নিন্দা করে ভিনিসিয়াস জানান এর প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি

ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করেন রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি (Carlo Ancelotti )। তিনি বলেন, যখন স্টেডিয়ামে কোনও ফুটবলারের উদ্দেশে বাঁদর বলে চিৎকার করা হয় তার মানে সেই লিগে বড় সড় সমস্যা রয়েছে। সেদিনের ম্যাচ থামিয়ে দেওয়াতেও সমর্থন করেন আনচেলোত্তি।

 ঘটনার তীব্র প্রতিবাদ করেন রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি
ঘটনার তীব্র প্রতিবাদ করেন রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি

যখন স্টেডিয়ামে কোনও ফুটবলারের উদ্দেশে বাঁদর বলে চিৎকার করা হয় এবং কোচ সেই ফুটবলারকে তুলে নেওয়ার কথা ভাবেন, তার মানে লিগে বড় সড় সমস্যা রয়েছে। ম্যাচটা অবশ্যই থামিয়ে দেওয়া উচিত ছিল। এমন ঘটনা ঘটা উচিত হয়নি। এর আগেও অনেক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে।

কার্লো আনচেলোত্তি
ইনস্টাগ্রামে পোস্ট করে ঘটনার নিন্দা কার্লো আনচেলোত্তর
ইনস্টাগ্রামে পোস্ট করে ঘটনার নিন্দা কার্লো আনচেলোত্তর

অন্যদিকে, ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপেও (Kylian Mbappe)। তিনি জানান, ভিনিসিয়াস এক নন, তাঁর পাশে রয়েছেন অনেকে। ভিনিসিয়াস জুনিয়রের প্রতিবাদকে তিনি সমর্থন করছেন বলেও জানান এমবাপে।

তুমি একা নও। আমরা তোমার সঙ্গে রয়েছি এবং তোমাকে সমর্থন করছি।

কিলিয়ান এমবাপে
ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপেও
ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপেও

ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ হচ্ছে বিশ্ব জুড়ে। সেই প্রতিবাদেই যুক্ত হয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা (Brazilian Football Association ) ও বার্জিল সরকার (Brazilian Government)। ঘটনার প্রতিবাদেই সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’এর সব আলো নিভিয়ে দেওয়া হয়। গোটা সন্ধেতে অন্ধকারাচ্ছন্ন থাকে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’।

ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ হচ্ছে বিশ্ব জুড়ে
ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ হচ্ছে বিশ্ব জুড়ে

উল্লেখ্য, স্পেনের (Spain) ফুটবলে বর্ণবিদ্বেষের (Racially Abused) ঘটনা এদিন প্রথম নয়। আফ্রিকার (Africa) ফুটবলারদের পাশাপাশি লাতিন আমেরিকার ফুটবলারদেরও বারবার বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে এই লিগে। বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার দানি আলভেজ (Dani Alves), নেইমার জুনিয়রও (Neymar Jr)।

এই লিগে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন নেইমার জুনিয়রও
এই লিগে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন নেইমার জুনিয়রও

তবে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে  রিয়াল মাদ্রিদ। জানা গিয়েছে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলের দফতরে (Attorney General's Office) অভিযোগ দায়ের করেছে স্পেনের এই বিখ্যাত ক্লাব। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে গণ্য করে রিয়াল মাদ্রিদ। সেই কারণেই স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি এই ঘটনায় যাতে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হয় সেই বিষয় নিশ্চিত করতে চায় রিয়্যাল।

এই ঘটনার বিরুদ্ধে  অ্যাটর্নি জেনারেলের দফতরে অভিযোগ দায়ের করেছে রিয়াল মাদ্রিদ
এই ঘটনার বিরুদ্ধে  অ্যাটর্নি জেনারেলের দফতরে অভিযোগ দায়ের করেছে রিয়াল মাদ্রিদ

খেলার মাঠে বর্ণবিদ্বেষমূলক এই ঘৃণ্য আচরণের প্রতিবাদে নেমেছে গোটা বিশ্ব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ফিফা সভাপতি (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনোও (Gianni Infantino)। এদিকে ফুটবলাররা বাদেও সরব সাধারণ মানুষ।  ভিনিসিয়াসকে গ্যালারি থেকে তাঁকে 'বাঁদর' বলা তিন সমর্থককে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। তবুও কেন এই ঘটনা বার বার ঘটবে তা নিয়েই উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File