পরিবহন

ভারতীয় রেলে আমূল পরিবর্তন হতে চলেছে, বন্দে ভারতের জন্য আসছে নয়া ‘সিস্টেম’

ভারতীয় রেলে আমূল পরিবর্তন হতে চলেছে, বন্দে ভারতের জন্য আসছে নয়া ‘সিস্টেম’
Key Highlights

ভারতীয় রেল শীঘ্রই নয়া ব্যবস্থা আপগ্রেড করছে। এর ফলে ভারতীয় রেল একের অধিক বন্দে ভারত ট্রেন পরিচালনা করতে পারবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ২৮শে মে ঘোষণা করেন যে সেপ্টেম্বর থেকে প্রতি মাসে প্রায় চারটি করে বন্দে ভারত ট্রেনকে ‘ফ্ল্যাগ অফ’ করা হবে। সেই লক্ষ্যে রেল আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

যে নতুন সিস্টেম ভারতীয় রেলে অন্তর্ভুক্ত হতে চলেছে, তা ইতিমধ্যেই জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা এবং চিনে ব্যবহৃত হয়। নয়া সিস্টেমে শুধুমাত্র বন্দে ভারত নয়, বাকি ট্রেনগুলির চলাচলও মসৃণ হবে বলে রেলের চিঠিতে জানানো হয়েছে।

এদিকে রেল সূত্রে জানা যাচ্ছে, ১৫ই আগস্টের আগেই দু’টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হয়ে ট্র্যাকে নামবে এবং পরীক্ষামূলক ভাবে এই ট্রেনগুলি চলবে। যদিও ট্রেনের আসন, বোগি তৈরির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রেল।আগস্টের মধ্যে দু’টি বন্দে ভারত ট্র্যাকে নামাতে পারলে এই সংস্থা আগামী বছরের অগস্টের মধ্যে আরও ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করে ফেলবে বলে আশা করা হচ্ছে।