প্রায় দেড় ঘন্টার জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন ভারতের বংশদ্ভুত কমলা হ্যারিস
Key Highlightsমার্কিন ইতিহাসে এই প্রথম কিছু মুহূর্তের জন্য প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন ভারতীয় মহিলা কমলা হ্যারিস। সীমিত সময় এর জন্য হলেও এই ঘটনা এক ইতিহাস তৈরী করেছে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ই প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার প্রায় দেড় ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতার পদটি অধিকার করেছিলেন। বংশগত দিক থেকে তিনি একজন ভারতীয় হওয়ায় এই ঘটনাটি ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের।
বাইডেনের সাময়িক অসুস্থতার জেরে কয়েক ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন কমলা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যান, তখন তাঁর পরিবর্তে তিনি ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে দেশের সর্বময় ক্ষমতা দিয়ে যান। জানা গেছে গত শুক্রবার একটি নিয়মিত কলোনোস্কোপি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল। তাই তাঁর তাৎক্ষণিক অবর্তমানে সেই সময় প্রায় ৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দায়িত্বে থাকেন কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনে সফল কমলা হ্যারিস
সাময়িকভাবে ক্ষমতার এই হস্তান্তরের পর হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউজের ওয়েস্ট উইং থেকে মিসেস হ্যারিস তার দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী এবং প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান হিসাবে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।

জানা যাচ্ছে গত শুক্রবার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে যাওয়ার আগে কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছিলেন বাইডেন।

- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- জো বাইডেন
- কমলা হ্যারিস
- আমেরিকা প্রেসিডেন্ট








