US Visa | আপনার কি ডায়াবেটিস আছে? আপনি কি ওবেসিটির শিকার? স্বীকার করলে মিলবেনা মার্কিন ভিসা

এই ধরনের অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার মূল্যের যত্নের প্রয়োজন হতে পারে। তাই আবেদনকারীর এই ধরনের চিকিৎসার ব্যয় বহনের আর্থিক সংস্থান আছে কিনা তাও দেখতে হবে।
গত জুলাইয়ে মার্কিন ভিসায় ‘ইন্টিগ্রিটি ফি’ যুক্ত করা হয়েছে। ফলে নতুন করে এই ভিসার আবেদন করতে হলে এই ফি বাবদ বাড়তি ২৫০ মার্কিন ডলার(ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১ হাজার টাকা) খসছে পকেট থেকে। এবার ফের ভিসার গাইডলাইনে পরিবর্তন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবার থেকে ভিসার আবেদন করতে হলে আবেদনকারীর হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক অসুখ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। রোগী চিকিৎসার ব্যায় বহন করতে পারবেন কিনা তাও খতিয়ে দেখবেন ভিসা অফিসাররা!
