দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রী ও মার্কিন গায়িকা মেরি মিলবিনের !

Friday, November 13 2020, 9:09 am
দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রী ও মার্কিন গায়িকা মেরি মিলবিনের !
highlightKey Highlights

মহামারী করোনা ভাইরাস-এর বিরুদ্ধে আজও গোটা বিশ্ব লড়াই করে চলেছে, দিন কাটাতে হচ্ছে অন্ধকারে । তাই দীপাবলির সময় সমস্ত অন্ধকার সরিয়ে আলোর আশায় মার্কিন গায়িকা মেরি মিলবিন গেয়ে উঠলেন 'ওম জয় জগদীশ হরে', ইউটিউবে প্রকাশ করলেন সেই ভিডিও। পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও টুইট করে প্রত্যেকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-এ এগুলি পোস্ট হতেই নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সবার মাঝে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File