বিজ্ঞান ও প্রযুক্তি

Artificial Intelligence | কৃত্তিম বুদ্ধিমত্তা কি হতে চলেছে মানব জীবনের বড় বিপদ? এআই নিয়ে বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও সুনাক!

Artificial Intelligence | কৃত্তিম বুদ্ধিমত্তা কি হতে চলেছে মানব জীবনের বড় বিপদ? এআই নিয়ে বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও সুনাক!
Key Highlights

বৃস্পতিবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইউক্রেন যুদ্ধ সংক্রান্তি বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ কয়েক সময় ধরেই শোরগোল পড়েছে গোটা দুনিয়ায়। দিন দিন এতটাই বুদ্ধি বাড়ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) যে চিন্তায় পরে গিয়েছেন বিশ্বের প্রথম সারির ব্যক্তিরাও। এর আগেও কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ইলন মাস্ক (Elon Musk) সহ একাধিক। এবার এই এআই (AI) নিয়ে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (British Prime Minister Rishi Sunak)।

সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ৮ই জুন বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য ইতিমধ্যেই আজ অর্থাৎ ৭ই জুন বুধবার ওয়াশিংটনের (Washington)  উদ্দেশ্যে পারি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আগামীকাল হোয়াইট হাউসে (White House) বাইডেনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের (Ukraine War) পাশাপাশি  কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা হবে। বৈঠকে মূলত এআই-র ক্রমশ বিবর্তন ও এই জটিল ও প্রচুর সম্ভাবনাময় প্রযুক্তির বিপদ ও নেতিবাচক দিক নিয়ে কথা হবে। কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নিয়ন্ত্রণ রাখা যাবে এবং সেই সংক্রান্ত আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় প্রাধান্য পাবে এই বৈঠকে। পাশাপাশি জানা গিয়েছে, ইউক্রেন যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই নিয়েও কথা বলবেন সুনাক ও বাইডেন।

প্রসঙ্গত মহলের একাধিকের ধারণা, আগামীকালের বৈঠকে যুক্তরাজ্যের নেতৃত্বের ভূমিকার জন্য বিডেনকে লবিং করবেন সুনাক। আশা করা হচ্ছে লন্ডনে একটি আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন আহ্বান করা এবং কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বোত্তমভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করবেন সুনাক।

প্রসঙ্গত, সম্প্রতি গোটা বিশ্বে আলোড়ন ফেলেছে ওপেন এআই (Open AI) সংস্থার চ্যাটজিপিটি (ChatGPT)। এই সংস্থার সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) কয়েকদিন আগেই বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাপাখানার মতোই যুগান্তকারী প্রযুক্তি হলেও, এই নিয়ে ভয় হওয়াও স্বাভাবিক। এক্ষেত্রে সরকারী নজরদারী এবং নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। এমনকি পরবর্তীকালে বিশ্বের অর্থনীতিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্যাম অল্টম্যান।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক জিওফ্রে হিন্টনও (Geoffrey Hinton) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সতর্ক করেছিলেন আগেই। তিনি জানান,  প্রযুক্তিগত উন্নতির শিখরে থাকলেও মানব জীবনের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে এআই। এই দলে আগেই নাম লিখিয়েছেনা ইলন মাস্ক, অ্যাপেলের (Apple) সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওয়াজনিকও (Steve Wozniak)। সময়ের সঙ্গে সঙ্গে এআই নিয়ে ভয় ক্রমশ বৃদ্ধি হয়ে চলেছে। এবার বাইডেন ও সুনাকের মধ্যে এআই নিয়ে বৈঠক আরও বাড়াচ্ছে চিন্তা।


Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
IPL Auction 2025 । "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar