আন্তর্জাতিক

Donald Trump | ট্রাম্পের দাবি বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আমেরিকাকে হত্যা করেছে ভারত-চিন-ব্রাজিল!

Donald Trump | ট্রাম্পের দাবি বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আমেরিকাকে হত্যা করেছে ভারত-চিন-ব্রাজিল!
Key Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আসলে আমেরিকাকে হত্যা করেছে ভারত, চিন, ব্রাজিলের মতো দেশগুলি।

বুধবার আবারও শুল্ক নিয়ে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন একটি রেডিও শোতে ট্রাম্প বললেন, “চিন শুল্ক বসিয়ে আমাদের হত্যা করে। ভারত হত্যা করে। ব্রাজিল হত্যা করে। গোটা বিশ্বে আমি সবচেয়ে ভালো বুঝি, কে কীভাবে শুল্ক বসাচ্ছে। এখন ওরা (ভারত) বলছে, মার্কিন পণ্যের উপর শুল্ক বসাবে না। আসলে আমি যদি শুল্ক না চাপাতাম তাহলে ওরা (ভারত) কখনই এই প্রস্তাব দিত না।” উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপর আপাতত ৫০ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে। অন্যান্য দেশের ওপরেও ভারী হারে শুল্ক বসিয়েছে আমেরিকা।