US-Yemen | মার্কিন সেনার বিমানহানায় ইয়েমেনে মৃত্যু ৩৮ এর! বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলো ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি!

Friday, April 18 2025, 12:12 pm
highlightKey Highlights

সম্প্রতি মার্কিন সেনার বিমানহানায় ইয়েমেনে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ এর। আহত প্রায় ১০২। এরপরই এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি।


মাথা চারা দিয়ে উঠলো আমেরিকা ও ইয়েমেনের সংঘাত। সম্প্রতি মার্কিন সেনার বিমানহানায় ইয়েমেনে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ এর। আহত প্রায় ১০২।  শুক্রবার হাউথিদের তেল বন্দরে আকাশপথে হামলা চালায় পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এরপরই এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি।  আজই ইজয়ায়েলে মিসাইল ছোড়ে তারা। কিন্তু সেই হামলা প্রতিহত করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। ফলে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File