মাত্র আধ ঘন্টায় ঘরে বসেই করুন কোভিড টেস্ট, সেল্ফ-টেস্টিং কিট পেল মার্কিন অনুমোদন!
Wednesday, November 18 2020, 12:26 pm
Key Highlights
আর কোনো স্বাস্থ্য কেন্দ্রে ছোটাছুটি নয়, এবার মাত্র আধ ঘন্টায় বাড়িতে বসেই সেল্ফ-টেস্টিং কিটের সাহায্যে জেনে নিতে পারবেন, আপনি করোনা আক্রান্ত কি না! এই কিট হাসপাতালগুলিতেও ব্যবহার করা যাবে, জানিয়েছে এফডিএ। এফডিএ-র একটি বিবৃতি অনুযায়ী, কোভিড সেল্ফ-টেস্টিং কীটের মাধ্যমে ১৪ বছর বয়সি থেকে শুরু করে প্রবীণদের নাক থেকে বেরিয়ে আসা সোয়াবের (‘ন্যাসাল সোয়াব’) নমুনা পরীক্ষা করেই ফলাফল জানতে পারবে। কিট-টি এক বারের বেশ ব্যবহার করা যাবে না। ‘লুসিরা হেল্থ’ নামে একটি বেসরকারি সংস্থা এটি তৈরী করেছে এবং কিট-টি মঙ্গলবার আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর অনুমোদন পেয়েছে।
- Related topics -
- করোনা-পরীক্ষা
- করোনা ভাইরাস
- মার্কিন যুক্তরাষ্ট্র