US Airport | পোশাক খুলিয়ে পরীক্ষা পুরুষ নিরাপত্তারক্ষীর! মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় মহিলা উদ্যোগপতি!
Tuesday, April 8 2025, 3:04 pm
Key Highlightsআলাস্কার অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময়, ইন্ডিয়া অ্যাকশন প্রজেক্ট এবং চাইপানির প্রতিষ্ঠাতা শ্রুতি চতুর্বেদীকে হেনস্থার শিকার হতে হয়।
মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় উদ্যোগপতি! আলাস্কার অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময়, ইন্ডিয়া অ্যাকশন প্রজেক্ট এবং চাইপানির প্রতিষ্ঠাতা শ্রুতি চতুর্বেদীর হাতে থাকা ব্যাগ পরীক্ষা করতে গিয়ে খটকা লাগে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের। এরপরই শ্রুতির লাগেজ থেকে সন্দেহজনক একটি পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। তবে শ্রুতির অভিযোগ, আপত্তি সত্ত্বেও পুরুষ অফিসাররা ক্যামেরার নজরদারিতে তাঁর শারীরিক পরীক্ষা করেন। পাশাপাশি তাঁকে টানা ৮ ঘন্টা বিমানবন্দরে আটকে রাখা হয়।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - মার্কিন যুক্তরাষ্ট্র
 - ভারতীয়
 - ব্যবসায়ী
 

 