রাজ্য

Sutapa Chowdhury murder | বহরমপুরের সুতপা হত্যা মামলায় নজিরবিহীন রায় দিলো হাইকোর্ট, যাবজ্জীবন জেলেই পচতে হবে খুনিকে

Sutapa Chowdhury murder | বহরমপুরের সুতপা হত্যা মামলায় নজিরবিহীন রায় দিলো হাইকোর্ট, যাবজ্জীবন জেলেই পচতে হবে খুনিকে
Key Highlights

সুতপা চৌধুরী খুনে রায় কলকাতা হাইকোর্টের। ফাঁসি রদ, আমৃত্যু কারাদণ্ড, ৫০০০০ টাকা জরিমানা খুনি সুশান্ত চৌধুরীর।

বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে নজিরবিহীন রায় দিল কলকাতা হাই কোর্ট। এদিন অভিযুক্ত খুনি সুশান্ত চৌধুরীর ফাঁসি রদ, আমৃত্যু কারাদণ্ড এবং ৫০০০০ টাকা জরিমানা করা হলো। ৪০ বছরের আগে সাজা মাফের আবেদন করতে পারবেন না সুশান্ত। ২০২২ সালের ২রা মে বহরমপুরে একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ৪২ কোপে খুন করেছিল তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গত ২০২৩ সালের আগস্টে তাকে দোষী সাব্যস্ত করে বহরমপুর আদালত। প্রেমে ব্যর্থ হয়েই সুশান্ত এই দুষ্কার্য করেছিল বলে খবর।