খেলাধুলা

Saurav Ganguly | ৫৩ পূর্ণ করে ৫৪ বছরে পা দিলেন 'মহারাজ'! জেনে নিন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কিছু অজানা দিক!

Saurav Ganguly | ৫৩ পূর্ণ করে ৫৪ বছরে পা দিলেন 'মহারাজ'! জেনে নিন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কিছু অজানা দিক!
Key Highlights

১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন 'মহারাজ'। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ২০০০ এর দশকে টেস্ট এবং ওয়ানডে উভয় ফর্ম্যাটেই উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। ইনি 'প্রিন্স অব ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৫৩ পূর্ণ করে ৫৪ বছরে পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ। চলুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা দিক।

১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন 'মহারাজ'। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ২০০০ এর দশকে টেস্ট এবং ওয়ানডে উভয় ফর্ম্যাটেই উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় তাঁর নেতৃত্বে ভারত ২০০৩ সালে। ইনি 'প্রিন্স অব ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০২৫ সালের ৮ই জুলাই ৫৩ পূর্ণ করে ৫৪ বছরে পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সারা দিনভর ভক্তদের শুভেচ্ছায় ভরে গিয়েছে 'দাদা'র সোশ্যাল মিডিয়ার ফিড। অবশ্য তা হবে নাই বা কেন, 'মহারাজে'র ভক্ত যে বিশ্বজুড়ে। চলুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা দিক।

  • সৌরভ (Sourav Ganguly) তার ছোটবেলায় বাবা ও মায়ের কাছ থেকে "মহারাজ" ডাকনামটি পেয়েছিলেন।
  • ডানহাতি হওয়া সত্ত্বেও, সৌরভ বাঁ হাতে ব্যাটিং শুরু করেছিলেন কারণ তাঁর দাদা স্নেহাশিসের কিট দিয়ে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। আর স্নেহাশিস ছোট থেকেই বাঁ হাতি ছিলেন।
  • সৌরভ বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় তাঁর ছেলের দক্ষতা বাড়াতে বাড়িতেই একটি জিম তৈরি করেছিলেন।
  • ১৯৯০ সালের রঞ্জি ট্রফির ফাইনালে সৌরভের অভিষেক হয়। কিন্তু সেই ম্যাচেই তাঁর দাদা স্নেহাশিস স্কোয়াড থেকে বাদ পড়েন।
  • টেস্ট কেরিয়ার জুড়ে, সৌরভের ব্যাটিং গড় কখনও ৪০ এর নিচে নামেনি।
  • আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম খেলোয়াড় ছিলেন সৌরভ।
  • যেসব টেস্ট ম্যাচে সৌরভ সেঞ্চুরি করেছেন, সেগুলিতে ভারত কখনও হারেনি। তার ১৬টি টেস্ট সেঞ্চুরিতে ১২টিতে জয় এবং ৪টি ড্র হয়।
  • টেস্ট বোলার হিসেবে, ইডেন গার্ডেন্স ছিল সৌরভের সবচেয়ে সফল মাঠ। সেখানে তিনি মোট পাঁচটি উইকেট নেন। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৩ উইকেট ছিল দীর্ঘ ফরম্যাটের খেলায় তাঁর সেরা বোলিং পারফরম্যান্স।

এছাড়াও, সৌরভের নেতৃত্বেই ভারত ২০০০ সালের আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি) জেতে, যা ছিল আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের প্রথম বড় জয়। বিদেশের মাটিতে টেস্ট জেতার ক্ষেত্রে তিনি ভারতকে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছিলেন।


SIR | বঙ্গে শুরু SIR শুনানি, ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের!
Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী! নতুন দায়িত্বে বিদায়ী মনোজ পন্থ
Weather Update | বছরের শেষ দিনে থাবা বসাচ্ছে শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Indian Railway | ১লা জানুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক লোকাল ট্রেনের সময়, বাড়ছে রুট!
Weather Update | বছর শেষে ১৪-১৫ ডিগ্রি, দার্জিলিঙে পড়বে বরফ! নতুন বছর থেকে বদলাবে আবহাওয়ার খেল?
Khaleda Zia | প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শোক প্রকাশ মোদী-ইউনুস-হাসিনার!
Singer James | ভরা কনসার্টে জেমসকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুড়লো দুষ্কৃতীরা! ইউনূসের বাংলাদেশে তলানিতে সংস্কৃতি