E20 | এবার চাল দিয়ে চলবে গাড়ি! ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল বরাদ্দ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া!
Friday, June 27 2025, 2:44 pm
Key Highlightsদেশের বেশিরভাগ পেট্রোল পাম্পেই ই২০ পেট্রোল বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ই২০ পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে, যা সাধারণ পেট্রোলের তুলনায় অনেক কম দূষণ ঘটায়।
চাল দিয়ে চালাতে পারবেন গাড়ি? অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পেই ই২০ পেট্রোল বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ই২০ পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে, যা সাধারণ পেট্রোলের তুলনায় অনেক কম দূষণ ঘটায়। আর এই জ্বালানি তৈরী করতে প্রয়োজন হয় চাল, আখ, ভুট্টার মতো ফসলে বর্জ্য। ভারতে ইথানল সাধারণত আখের বর্জ্য ও ভুট্টা দিয়েই তৈরি হয়। তবে কিছু পরিমাণ চালও ব্যবহার করা হয়। তবে চলতি বছর দেশে আখ উৎপাদন কমেছে। ফলে, ইথানল তৈরির জন্য প্রায় ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল বরাদ্দ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া।

 