Rajabazar Science College | সন্ধে হলেই ইউনিয়ন রুমে বসে মদের আসর! রাজাবাজার সায়েন্স কলেজ নিয়ে বড় অভিযোগ!

Tuesday, July 8 2025, 9:30 am
highlightKey Highlights

রাজ্যের ওই নামী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে সন্ধ্যা হলেই বসে মদের আসর।


কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণ কাণ্ডের পর থেকে তোলপাড় গোটা রাজ্য। একাধিক কলেজের ইউনিয়ন রুমে 'কুকীর্তি'র ঘটনা সামনে আসছে। এবার প্রকাশ্যে এলো রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে ‘রঙিন কারবার’। জানা গিয়েছে, রাজ্যের ওই নামী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে সন্ধ্যা হলেই বসে মদের আসর। রাত অবধি চলে পার্টি। কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজাবাজার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা প্রাক্তন জিএস গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে আগেও মদ্যপানের অভিযোগ তুলেছিলেন অনেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File