Zoho | তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব, গুগল-মাইক্রোসফট হটিয়ে ভারতীয় অ্যাপ Zoho ব্যবহারের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Wednesday, September 24 2025, 6:09 pm
highlightKey Highlights

ব্রিফিংয়ের শুরুতেই তিনি ঘোষণা করলেন, আজকের যে পিপিটি তৈরি করা হয়েছে, সেটা জোহোতেই তৈরি করা হয়েছে।


গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, আমি এবার জোহোতে চলে যাচ্ছি। তিনি জানিয়ে দেন এবার থেকে মাইক্রসফট অফিস বা গুগলের ডকস এর বদলে ভারতীয় অ্যাপ Zoho ব্যবহার করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর বুধবার, ক্যাবিনেট ব্রিফিংয়েও এই অ্যাপ ব্যবহার করলেন তিনি। জোহো একটি সফটওয়্যার কোম্পানি যা ইমেল, অ্যাকাউন্টিং, এইচআর বা প্রোজেক্ট ম্যানেজমেন্টের জন্যে ৫৫টির বেশি ক্লাউড-ভিত্তিক টুল সরবরাহ করে। ১৯৯৬ সালে শ্রীধর ভেমবু ও টনি টমাস জোহো তৈরি করেন। সংস্থার সদর দফতর চেন্নাইয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File