UCC | চালু হলো UCC পোর্টাল! নিজের বিয়ের রেজিস্ট্রেশন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি
Tuesday, January 28 2025, 10:21 am

স্বাধীন ভারতে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি।
স্বাধীন ভারতে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। UCC পোর্টাল| প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হলো এই বিধি। এই পোর্টালের মাধ্যমে এই রাজ্যের নাগরিকদের বিয়ে, লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন করা যাচ্ছে। ইতিমধ্যেই পোর্টালের মাধ্যমে নিজের বিয়ের রেজিস্ট্রেশন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। ucc.uk.gov.in এ লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য লাগবে আধার ও ভোটার কার্ড। মোবাইল নম্বরের মাধ্যমেও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বাসিন্দারা।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখণ্ড
- উত্তরাখন্ড