Uttar Pradesh | বিয়ের দু’সপ্তাহের মাথায় সুপারি কিলার ভাড়া করে স্বামীকে খুন! নেপথ্যে স্ত্রীর বিবাহ-পূর্ব প্রেম!

গত চার বছর ধরে অনুরাগ নামে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত প্রগতীর। কিন্তু পরিবার সেই প্রেম মেনে নিতে পারেনি, কার্যত জোর করেই প্রগতীকে দিলীপ যাদব নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
সুপারি কিলার ভাড়া করে বিয়ের দু’সপ্তাহের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়া জেলায়। জানা গিয়েছে, গত চার বছর ধরে অনুরাগ নামে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত প্রগতীর। কিন্তু পরিবার সেই প্রেম মেনে নিতে পারেনি, কার্যত জোর করেই প্রগতীকে দিলীপ যাদব নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপরই প্রেমিকের সঙ্গে ছক কোষে স্বামীকে সরিয়ে দিয়ে সুপারি কিলার ভাড়া করে প্রগতী। গত বুধবার আউরিয়ারই একটি পরিত্যক্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলীপকে উদ্ধার করে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ক্রাইম
- খুন