রাজ্য

Snow Leopard | বাংলায় জন্মালো ২ বিরল প্রজাতির ‘স্নো-লেপার্ড’! খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়

Snow Leopard | বাংলায় জন্মালো ২ বিরল প্রজাতির ‘স্নো-লেপার্ড’! খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়
Key Highlights

আরও একবার তুষারচিতার জন্ম হল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক চিড়িয়াখানায়।

বিলুপ্তপ্রায় তুষারচিতার প্রজননে সাফল্য পেলো বাংলা। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক চিড়িয়াখানায় জন্মালো ২ তুষার চিতা শাবক। সূত্রের খবর, গত ১৩ মে দুই শাবকের জন্ম দিয়েছে তুষারচিতা 'রের'। দুই শাবক সহ মা এখন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে রয়েছে। চিড়িয়াখানা কতৃপক্ষ সূত্রে খবর, মা এবং বাচ্চারা সুস্থ আছে। দুই সদ্যোজাতকে দেখভাল ও নজরদারির জন্য গঠন করা হয়েছে স্পেশাল টিম, চলছে ক্যামেরার মাধ্যমে নজরদারিও। সূত্রের খবর, বাচ্চাদুটির নামকরন মুখ্যমন্ত্রী স্বয়ং।