কেএমসি-র পানীয় জলে দূষণের অভিযোগ, মৃত ২ ও অসুস্থ ৭০-এরও বেশি জন
Tuesday, March 16 2021, 7:51 am
Key Highlightsশহর কলকাতার ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে কলকাতা পৌরসভার পানীয় জল অপরিষ্কার আসছে। সেই জল খেয়ে প্রায় ৭০ জনের বেশি ঘন ঘন বমি-মলত্যাগের উপসর্গ নিয়ে অনেকে ভর্তি হয়েছে হাসপাতালে, আবার অনেকে বাড়িতে শয্যাশায়ী। এই এলাকা ছাড়াও শশিশেখর বসু রোডের এক পূরকর্মী এবং আলিপুর মহিলা সংশোধনাগারের এক বিচারাধীন মহিলা এই জল খেয়ে মারা গেছেন। ওয়ার্ড কোঅর্ডিনেটার জানিয়েছেন, তাঁরা খবর পাওয়ামাত্র ব্লিচিং পাউডার মিশিয়েছেন।