Health: পায়ের পাতাতেই ফুটে উঠবে দুটি বিপজ্জনক রোগের লক্ষণ

Tuesday, June 21 2022, 5:12 am
highlightKey Highlights

বহু গবেষণার পর দেখা গেছে, ডায়াবিটিস ও মেলানোমার মতো বিপজ্জনক দুটি রোগের উপসর্গ অনেক সময় আমাদের পায়ের পাতায় প্রকাশ পায়।


এই পৃথিবীতে অগুন্তি রোগ বর্তমান। যেগুলির মধ্যে অনেক রোগের চিকিৎসা বা ওষুধ আবিষ্কার হয়নি; এমনকি আবার অনেক রোগের নাম বা উৎসস্থল, উপসর্গ ইত্যাদিও জানা নেই চিকিৎসকদের। বহু বিপজ্জনক রোগই প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেক সহজ হয় তার চিকিৎসা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঠিক লক্ষণগুলি না বুঝতে পারার ফলে রোগ ধরা পড়তে দেরি হয়ে যায়। তেমনই ডায়াবিটিস ও মেলানোমার মতো বিপজ্জনক দুটি রোগের উপসর্গ অনেক সময় প্রকাশ পায় পায়ের পাতায়। অথচ প্রায় বেশিরভাগ মানুষই এই লক্ষণগুলি নিয়ে অবগত নন।

Early warning of diabetes
Early warning of diabetes

আরও পড়ুন: Yogasana : সঠিক নিয়মে বাড়িতে থেকেই করুন যোগ ব্যায়াম, সুস্থ থাকুন

Trending Updates
বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিসের লক্ষণ এক নয়, একাধিক। কিছু ক্ষেত্রে ডায়াবিটিসের লক্ষণগুলি রোগীর পায়ের পাতায় স্পষ্ট ফুটে ওঠে। কী কী দেখে হতে হবে সতর্ক?
  • পায়ের পাতা বিনা কারণে মসৃণ ও চকচকে হয়ে যাওয়া
  • হঠাৎ পা ও পায়ের পাতার লোম উঠে যাওয়াপা ফুলে যাওয়া 
  • পায়ের ঘা ও ক্ষত দীর্ঘ সময় ধরে না শুকানো
  • নির্দিষ্ট পা অসাড় হয়ে আসা
  • হাঁটা চলা করা কিংবা বসে থাকাকালীন মাঝেমধ্যে পায়ের পেশিতে টান লাগা

অপর দিকে মেলানোমা সবচেয়ে বিপজ্জনক ত্বকের ক্যানসারগুলির মধ্যে অন্যতম। এই রোগের অন্যতম প্রধান উপসর্গ হল কোনও একটি তিলের আকস্মিক রূপবদল। পায়ের নখের তলায় ক্ষত তৈরি হওয়া, পায়ের নখ লম্বালম্বি ভেঙে যাওয়া এই রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় পায়ের পাতা কুঁকড়ে যেতে পারে। এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলে তাই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File