দেশ

আইনি রক্ষাকবচ হারাল টুইটার, CCO নিয়োগ করেও মিলল না স্বস্তি

আইনি রক্ষাকবচ হারাল টুইটার, CCO নিয়োগ করেও মিলল না স্বস্তি
Key Highlights

ভারত সরকারের সোশ্যাল মিডিয়ার ওপর জারি করা নির্দেশিকা মানতে টুইটার কর্তৃপক্ষের তরফে অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসারও নিয়োগ করা হয়েছিল। কিন্তু, বর্তমানে টুইটারের অবস্থানে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার। তাই ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারায় টুইটারকে আইনি রক্ষাকবচ থেকে বঞ্চিত করা হল অর্থাৎ এবার থেকে টুইটারে লেখা সমস্ত কনটেন্টের দায়ভার নিতে হবে কর্তৃপক্ষকেই। এমনকি টুইটারের বিরুদ্ধে কোনো নাগরিক যদি আদালতের দ্বারস্থ হন তবে মাইক্রো ব্লগিং সাইট টুইটার আর কোনো সহায়তা পাবেনা বলেই জানিয়েছে কেন্দ্র।