বিজ্ঞান ও প্রযুক্তি

Twitter New Logo | টুইটার মানেই আর নীল পাখি নয়! লোগো পরিবর্তন করে 'X' রাখলেন এলন! দেখুন আর কী কী বদল!

Twitter New Logo | টুইটার মানেই আর নীল পাখি নয়! লোগো পরিবর্তন করে 'X' রাখলেন এলন! দেখুন আর কী কী বদল!
Key Highlights

দীর্ঘ ১৭ বছর পর পরিবর্তন হলো টুইটারের লোগো। নীল পাখির বদলে 'এক্স' চিহ্ন দেখা যাবে টুইটারে। পাশাপাশি একাধিক বদল এনেছেন এলন মাস্ক।

টুইটার মানেই আকাশি নীল রঙের এক পাখি। কিন্তু এবার থেকে বদল হতে চলেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের (Social Media Platform) পরিচিত চিহ্ন। আর উড়বেনা টুইটারের (Twitter) নীল পাখি। টুইটার কর্তা এলন মাস্ক (Elon Musk) বদল করে দিলেন টুইটারের লোগো (Twitter Logo Change)। নীল পাখির বদলে এবার 'এক্স' (X) চিহ্ন দেখা যাবে টুইটারে।

টুইটারের লোগো যে পরিবর্তন হবে তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। গতকাল অর্থাৎ রবিবারই এলন টুইটারের নয়া লোগো সম্পর্কে ঘোষণা করেন। তিনি লেখেন, শীঘ্রই টুইটার ব্র্যান্ডকে বিদায় জানানো হবে। এরপর আজ অর্থাৎ ২৪সে জুলাই, সোমবার থেকে কার্যকর হলো টুইটারের নয়া লোগো। আপাতত ওয়েব মাধ্যমে ট্যুইটারের এই নতুন লোগো দেখা যাচ্ছে।

এছাড়াও, এর আগে আমেরিকার সান ফ্রান্সিসকো (San Francisco) শহরে টুইটারের সদর দফতরের একটি ছবি টুইট করেন মাস্ক। ছবিটির সঙ্গে লেখেন, 'আজ রাতে আমাদের সদর দফতর।' ছবিতে দেখা যায়, টুইটারের সদর দফতরের উপর আলো দিয়ে লেখা রয়েছে ‘এক্স’ চিহ্ন। এলন মাস্কের পরপর এই টুইট দেখেই শুরু হয় জল্পনা। এরপর সেই জল্পনা সত্যি করেই এদিন কার্যকর হলো টুইটারের নতুন লোগো 'এক্স'।

উল্লেখ্য, টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর এক এক করে একাধিক পরিবর্তন আনেন এলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের মালিক এবং সিইও হওয়ার পর প্রথমেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেন মাস্ক। বাদ পড়েন উচ্চপদস্থ আধিকারিকরাও। এমনকি টুইটারের লোগো বদলানোর ঘটনাও এই প্রথম নয়। এর আগেও চলতি বছর টুইটার থেকে সাময়িক সময়ের জন্য বদলে গিয়েছিল ট্যুইটারের লোগো। তবে অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছিল ব্লু বার্ড বা নীল পাখি। এই পাখির বদলে দেখা গিয়েছিলো ডগকয়েন (Dogecoin)। এই লোগোতে ছিল জাপানের (Japan) বিখ্যাত শিবা ইনু (Shiba Inu) প্রজাতির কুকুরের ছবি। তবে অল্প সময়ের মধ্যে টুইটারের নীল পাখি ফিরেও আসে। যদিও সেই লোগো কেন পরিবর্তন করা হয়েছিল তার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

তবে এবারের টুইটার লোগো পরিবর্তন সাময়িক নয়, দীর্ঘস্থায়ী। ট্যুইটারের এই নতুন লোগো তৈরি হয়েছে ইংরেজি 'এক্স' অক্ষরের আদলে। তাই অনেকেই একে বলছেন 'ট্যুইটার এক্স' (Twitter X)। তবে হঠাৎ এই 'এক্স' কেন তা নিয়ে কিন্তু সেভাবে প্রশ্ন করেননি নেটিজেনরা। কারণ এর আগেও ১৯৯৯ সালে এক্স ডট কম (X.com) বলে একটি অব্যবহৃত ওয়েবসাইট কেনেন মাস্ক। মনে করা হচ্ছে, সেই ওয়েবসাইটটিকে এ বার পুনরুজ্জীবিত করতে পারেন তিনি। টেসলা কর্তা মাস্ক স্পেসএক্স (SpaceX) নামক সংস্থারও মালিক। টুইটারের লোগো 'এক্স' দেওয়ার সঙ্গে সঙ্গে এখন থেকে টুইটারে যেতে গেলে টুইটার ডট কম (Twitter.com) এর পাশাপাশি এক্স ডট কম (X.com)-এ ক্লিক করা যাবে বলেও জানান মাস্ক। এছাড়াও আরও পরিবর্তন এসেছে টুইটারে। দেখে নিন এক নজরে।

 যে যে পরিবর্তন এসেছে টুইটারে | The Changes That Have Come to Twitter : 

  • টুইটারের লোগো পরিবর্তন হয়ে 'এক্স' হয়েছে।
  •  নীল-সাদা 'থিম'-এর বদলে টুইটারের নয়া 'থিম' এখন কালো।
  • টুইটারে যেতে গেলে Twitter.com/-এর পাশাপাশি X.com-এও ক্লিক করা যাবে।
  • টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট  (Twitter Verified Account) হলে দৈনিক ৬০০০ টুইট দেখতে বা পড়তে পারবেন ব্যবহারকারী।
  • টুইটার আনভেরিফায়েড অ্যাকাউন্ট (Twitter Unverified Account) হলে দিনে মাত্র ৬০০টি টুইট দেখতে বা পড়তে পারবেন ব্যবহারকারী।
  •  সদ্য টুইটারে যোগ দেওয়া আনভেরিফায়েড অ্যাকাউন্টধারী দিনে মাত্র ৩০০টি টুইটই দেখতে পারবেন।
  •  টুইটারে অ্যাকাউন্ট না থাকলে টুইট দেখা যাবে না।
  • ফেসবুক, ইউটিউবের মতো এবার টুইটার থেকেও অর্থ উপার্জন করা যাবে। তবে এক্ষেত্রে টুইটার থেকে উপার্জন করতে সংশ্লিষ্ট ইউজারের অ্যাকাউন্টে ব্লু টিক (Blue Tick) থাকা আবশ্যক।

দীর্ঘ ১৭ বছর ধরে টুইটারের লোগো হিসেবে পরিচিত নীল পাখি বা ব্লু বার্ডের পরিবর্তনে সমালোচনার মুখে পড়েছেন এলন। অনেকেই বলছেন, লোগো পরিবর্তন হলে তা জনতার যদি পছন্দ না হয় তাহলে তা সকলে মিলে প্রতিবাদ করবেন। আবার অনবেকের বক্তব্য, টুইটারের লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত বেশ সাহসীকর।


R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের দিন ভোরে সেমিনার রুম চত্বরের বাথরুমেই রক্তের দাগ ধুয়েছিলেন জুনিয়র ডাক্তার
Supreme Court | আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি স্থগিত! কেবল রিপোর্ট জমা দেবে সিবিআই
R G Kar | সিবিআইয়ের হাতে একা সন্দীপ ঘোষ নয়, গ্রেফতার হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ আরও ৩ জন
Lalbazar Abhijan | ' ফুল হাতে এসেছিলাম আর ওরা ওয়েলকাম করতে ব্যারিকেড করে দিয়েছে', লালবাজার অভিযানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
আরজি কর কান্ড-কলকাতা 'সিটি অব জয়' না 'সিটি অব ভয়'? প্রশ্ন জনতার । ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla