ICC Punishes Pak Cricketers | অতিরিক্ত আগ্রাসন, বিপক্ষ অধিনায়ককে আউট করেই উল্লাশ! পাক ক্রিকেটারদের কড়া শাস্তি দিলো ICC!

Thursday, February 13 2025, 1:04 pm
highlightKey Highlights

শাহিন আফ্রিদি সহ তিন পাক ক্রিকেটারকে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার শাস্তি দেওয়া হয়।


সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই শাস্তির মুখে আয়োজক পাকিস্তানের ক্রিকেটাররা! বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম পাকের ম্যাচের প্রথম থেকেই অতিরিক্ত আগ্রাসন দেখা যায় শাহিনদের মধ্যে। ম্যাথিউ ব্রিৎজকে ইচ্ছাকৃতভাবে ধাক্কাও দেন শাহিন। এরপর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ডিরেক্ট হিটে আউট হতেই সেলিব্রেশন শুরু করেন সাউদ শাকিল এবং কামরান গুলাম। এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হতেই পদক্ষেপ নেয় ICC। শাহিন আফ্রিদি সহ তিন পাক ক্রিকেটারকে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার শাস্তি দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File