কথা রাখলেন না পরাগ! মাস্কের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগেই নিলেন ‘চরম’ সিদ্ধান্ত

Saturday, May 14 2022, 12:14 pm
highlightKey Highlights

আশঙ্কা ছিল আগেই, এবার তা সত্যি হচ্ছে। মালিকানা বদল হওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল যে এবার সংস্থায় ছাঁটাই শুরু হবে।


বৃহস্পতিবার টুইটার সংস্থার তরফে স্বীকার করে নেওয়া হয় যে, দুই শীর্ষ কর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। ক্যাভন বেকপোর, যিনি রিসার্চ, ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন, তিনি ইস্তফা দিয়েছেন। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন সংস্থার প্রোডাক্ট হেড ব্রুস ফাল্ক।

ক্ষমতা হস্তান্তরের আগেই টুইটার সংস্থায় শুরু হয়ে গেল ছাঁটাই প্রক্রিয়া

টুইটারের মালিকানা বদল হওয়ার পর মাস ঘুরতে না ঘুরতেই সংস্থার অন্দরে শুরু হয়ে গেল ছাঁটাই প্রক্রিয়া। টুইটার মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, টুইটারের জেনারেল ম্যানেজার ক্যাভন বেকপোর ও প্রোডাক্ট হেড ব্রুস ফাল্ক ইস্তফা দিয়েছেন। অন্য এক সূত্রের দাবি, ইস্তফা নয়, তাঁদের ছাঁটাই করেছেন খোদ সিইও পরাগ আগরওয়ালই। সংস্থার নিয়োগ প্রক্রিয়াও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

Trending Updates

অন্যদিকে, টুইটারের তরফেও জানানো হয়েছে যে চলতি সপ্তাহ থেকে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ব্যবসার জন্য প্রয়োজনীয় পদগুলিতেই নিয়মমাফিক নিয়োগ চলবে। উল্লেখ্য, গতমাসেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন ইলম মাস্ক। এখনও শেয়ারহোল্ডার ও রেগুলেটরদের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File