Sunita Williams-Trump | সুনীতাদের মহাকাশে ‘ওভারটাইম’ করার বাড়তি পারিশ্রমিক নিজের পকেট থেকে দেবেন ট্রাম্প!

আট দিনের বদলে ৯ মাস মহাকাশে ‘ওভারটাইম’ করেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আর এই ওভারটাইমের জন্য এবার নিজের পকেট থেকে টাকা দেবেন ডোনাল্ড ট্রাম্প।
আট দিনের বদলে ৯ মাস মহাকাশে ‘ওভারটাইম’ করেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আর এই ওভারটাইমের জন্য এবার নিজের পকেট থেকে টাকা দেবেন ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট সময়ের তুলনায় অতিরিক্ত দিন মহাকাশ সফরে থাকার জন্য দিন প্রতি ৪ ডলার করে স্টাইপেন্ড দেওয়া হয় নভোচরদের। যা ভারতীয় মুদ্রায় ৩৪৭ টাকা। এই বিষয়ে জানতে পেরেই আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘মাত্র এই ক’টা টাকা? ওঁদের যা সহ্য করতে হয়েছে তার কাছে এর মূল্য কিছুই নয়। আমি এই বাড়তি পারিশ্রমিক নিজের পকেট থেকেই দেব। আমি ওঁদের এই সম্মানটুকু দেব।’