China-Trump Tariff | চিনের ওপর মোট ১০৪ শতাংশের শুল্ক চাপালো ট্রাম্প সরকার! 'শুল্কযুদ্ধে' ভারতকে পাশে চেয়ে বার্তা বেজিংয়ের!
Wednesday, April 9 2025, 7:00 am

আমেরিকার বিরুদ্ধে লাগামছাড়া শুল্কযুদ্ধে ভারতকে পাশে চেয়ে বার্তা দিয়েছেন ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং।
চিনের ওপর মোট ১০৪ শতাংশের শুল্ক চাপালো আমেরিকা। গত বুধবার চিনের উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পালটা চিন একই হারে শুল্ক চাপায় মার্কিন পণ্যের ওপরে। এরপরই ট্রাম্প প্রশাসন বেজিংকে হুঁশিয়ারি দিয়ে জানায়, চিন যদি এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই মতো চিনের ওপর অতিরিক্ত শুল্ক চাপালো আমেরিকা।এই পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে লাগামছাড়া শুল্কযুদ্ধে ভারতকে পাশে চেয়ে বার্তা দিয়েছেন ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন প্রেসিডেন্ট
- চিন
- চীন
- ভারত
- শুল্ক
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য