Trump Tariff | ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০ শতাংশের বদলে ১৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প! স্বাক্ষর হলো নতুন চুক্তি!

ট্রাম্পের ট্যারিফ ডেডলাইন অর্থাৎ ১ অগস্টের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করল আমেরিকা।
ট্রাম্পের ট্যারিফ ডেডলাইন অর্থাৎ ১ অগস্টের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করল আমেরিকা। এই চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা অধিকাংশ পণ্যে ১৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। EUর পণ্যে ৩০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলারের লগ্নির পরিকল্পনা রয়েছে EUর। সেই সঙ্গে আগামী পাঁচ বছরে আমেরিকার থেকে ৭৫০ বিলিয়ন ডলারের এনার্জি ও মিলিটারি সরঞ্জামও কিনবে EU। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামে বসানো ৫০ শতাংশ ট্রাম্প ট্যারিফ অব্যাহত থাকবে।