Donald Trump | পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা? রাশিয়া নিয়ে রহস্যময় ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, পুতিনের সঙ্গে বৈঠকে এমন কিছু আলোচনা হয়েছে, যার ফলে খুব শীঘ্রই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে।
২৪ ঘন্টা আগেই ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাস্কা বৈঠক হয়েছে। একদিনের মাথায়ই রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া নিয়ে বড় অগ্রগতি হয়েছে। সঙ্গে থাকুন।’ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও হয়েছে। তবে তিনি এও বলেছেন, ‘অবিলম্বে সমাধান হবে এমন আশা করা উচিত নয়।’ রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘যদি শান্তিচুক্তি না হয়, রাশিয়ার বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।’