Donald Trump | ফের ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক, গল্ফ কোর্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চললো গুলি
Monday, September 16 2024, 6:42 am

ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ কোর্টে যখন গল্ফ খেলছিলেন সে সময়ই অতর্কিতে গুলি চলে।
আবারও বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় পশ্চিম পাম বিচে তাঁর গল্ফ ক্লাবের কাছে গুলি চলে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে FBI এবং সিক্রেট সার্ভিস। জানা গিয়েছে, ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ কোর্টে যখন গল্ফ খেলছিলেন সে সময়ই অতর্কিতে গুলি চলে। গল্ফ কোর্সের সামনে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজকে পালাতে দেখে পাল্টা গুলি চালায় আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্টরা। গাড়িতে চম্পট দেওয়ার চেষ্টায় ছিল আততায়ী। যদিও স্থানীয় প্রশাসন নাগাল পায় এবং বন্দুকবাজকে গ্রেফতার করে।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।