আন্তর্জাতিক

Trump-China | জিনপিংকে আরও ৯০ দিন সময়, চিনের ওপর আপাতত শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখছেন ট্রাম্প!

Trump-China | জিনপিংকে আরও ৯০ দিন সময়, চিনের ওপর আপাতত শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখছেন ট্রাম্প!
Key Highlights

চিনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আরও ৯০ দিন স্থগিত রাখছেন ট্রাম্প।

রুশ তেল কেনার অপরাধে ভারতের পর চিনের ওপরও ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর গুঞ্জন শুরু হয়েছিল। তবে জল্পনা মিথ্যে প্রমাণ করে চিনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আরও ৯০ দিন স্থগিত রাখছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর রাত ১২টা বেজে ১ মিনিট পর্যন্ত স্থগিত রাখা হবে নয়া শুল্ক লাগু করার সিদ্ধান্ত। অর্থাৎ এই সময়কালে যে শুল্ক নেওয়া হচ্ছে তাই বলবৎ থাকবে। পালটা চিনও জানিয়ে দিয়েছে, তারাও আপাতত মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপাবে না। অর্থাৎ এই সময়কালে যে শুল্ক নেওয়া হয় তাই বলবৎ থাকবে।