উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, বাস-গাড়ি-বিমানের আকাশছোঁয়া ভাড়ায় যাত্রীদের নাজেহাল অবস্থা

Sunday, May 29 2022, 2:01 pm
highlightKey Highlights

ব্যান্ডেল এবং মগরা স্টেশনের মাঝে সারাই এর কাজ চলছে, যার জেরে উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এরফলে নাজেহাল অবস্থা পর্যটকদের।


উত্তরবঙ্গ পর্যটনের ভরা মরসুমে রেলের এমন কাণ্ডে নাজেহাল পর্যটকরা। কাউকে বাতিল করতে হচ্ছে বহুদিন আগে পরিকল্পনা করা ট্যুর তো কেউ আবার বেড়ানো সেরে বাড়ি ফিরতে গিয়ে হচ্ছেন নাজেহাল। কারণ এমন পরিস্থিতিতে বাসের ভাড়া আকাশ ছুঁয়েছে। তথৈবচ অবস্থা বিমান ভাড়ারও। সোশ্যাল মিডিয়ার ট্যুরিজমের গ্রুপগুলি অভিযোগে ভরে গিয়েছে।

শুক্রবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত চুঁচুড়া-ব্যান্ডেল, ব্যান্ডেল-খন্ন্যান, ব্যান্ডেল-ত্রিবেণীর মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নিত্যযাত্রীদের জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার হাওড়া-চুঁচুড়ার মধ্যে ৮টা, শনি এবং রবিবার ১৮টা ট্রেন চালানো হচ্ছে। কাজ চলছে মালদহ ডিভিশনেও। ফলে উত্তরবঙ্গ এবং অসমগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ফলে বেজায় সমস্যায় পড়েছেন পর্যটক এবং অফিসের কাজে উত্তরবঙ্গে যাতায়াতকারীরা।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File