Train Fare Hike | বড়দিনের পরেই ভাড়া বাড়ছে ট্রেনের, এবার কত খরচ করতে হবে যাত্রীদের?
Sunday, December 21 2025, 3:41 pm
Key Highlightsআগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
বড়দিনের পরেই বাড়ছে ট্রেনের ভাড়া। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে। লোকাল, মান্থলি সেশন এবং ২১৫ কিমির মধ্যে যাতায়াত করা জেনারেল কোচের ভাড়া বাড়ছে না। ২১৫ কিলোমিটারের পর থেকে মেইল ও এক্সপ্রেস ট্রেনে নন এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ছে। ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করলে নন এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা বেশি ভাড়া গুনতে হবে। রেল সূত্রে খবর, এই সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- রেলমন্ত্রী
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেলভবন
- রেল পরিষেবা
- রেলওয়ে অফিসার
- ভারতীয় রেলওয়ে
- প্লাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি
- মাসিক টিকিট

