R G Kar Case | সুপ্রিম কোর্টে উঠবে সঞ্জয়ের প্রসঙ্গ? আরজিকর ধর্ষণ-খুন মামলার রায়দানের পর আগামীকাল প্রথম শুনানি শীর্ষ আদালতে
Tuesday, January 21 2025, 6:08 pm
 Key Highlights
Key Highlightsনিম্ন আদালতে আরজিকর ধর্ষণ খুন মামলার রায়দানের পর প্রথমবার আগামীকাল, বুধবার সুপ্রিম কোর্টে আরজিকর কান্ড সংক্রান্ত মামলার শুনানি।
নিম্ন আদালতে আরজিকর ধর্ষণ খুন মামলার রায়দানের পর প্রথমবার আগামীকাল, বুধবার সুপ্রিম কোর্টে আরজিকর কান্ড সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। শেষবার ডিসেম্বরের শেষের দিকে এই ইস্যুতে শীর্ষ আদালতে শুনানি হয়েছিল। বুধবার শুনানিতে দোষী সঞ্জয়ের প্রসঙ্গ বা তার প্রাপ্ত শাস্তি নিয়ে কোনও কথা ওঠে কিনা তা দেখার অপেক্ষায় সকলে। উল্লেখ্য,আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত।
-  Related topics - 
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- ধর্ষণ
- আদালত
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট

 
 