বিনোদন

RIP Sonali Chakraborty: লিভারের জটিলতার জন্য প্রয়াত শঙ্কর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালি

RIP Sonali Chakraborty: লিভারের জটিলতার জন্য প্রয়াত শঙ্কর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালি
Key Highlights

প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী, স্বামী শঙ্কর লিখেছেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়…’

টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালি চক্রবর্তী গত দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোর ৪টেয় ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। দীর্ঘ দিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি। 

সোনালীর অকাল মৃত্যুতে শোকাহত টলিউড। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। শ্মশানে হাজির হয়েছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তিনি ফুল দিয়েছেন। বাংলা বিনোদন জগতের অনেকেই উপস্থিত হয়েছেন সেখানে। যেমন লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, দিগন্ত বাগচী, সোহন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্র, রানা মিত্র, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়রা।

চিকিৎসকদের মতানুযায়ী, স্থূলতার হাত ধরে যে সব সমস্যা আমাদের ঘাড়ে শ্বাস ফেলে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ফ্যাটি লিভার। খাবার থেকে পাওয়া ফ্যাট লিভারে জমা হতে হতে এই সমস্যা আরও বড় আকার নেয়। চিকিৎসকদের মতে, আমাদের লিভার সাধারণত পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে। এর চেয়ে বেশি চর্বি জমা হলে তা দেহের জন্য বিপজ্জনক। সঅনেকের ধারণা লিভার সিরোসিস কেবল মদ্যপান করলেই হয়, তবে এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। ময় মতো চিকিৎসা না করালে এই অসুখের হাত ধরে সিরোসিস অফ লিভারও হানা দিতে পারে শরীরে। 

ডায়াবিটিস, থাইরয়েডের মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে। প্রথম থেকে সাবধান না হলে এই অসুখের জেরে লিভারের বড়সড় ক্ষতি হতে পারে। তাই আগাম সতর্ক হন। 

১) সামান্য পরিশ্রমেই যদি অতিরিক্ত ক্লান্তি আসে তবে সতর্ক থাকুন।

২) যে কোনও বয়সেই ভুঁড়ি বাড়লে সচেতন হন। ভুঁড়ি বাড়ার অন্যতম কারণ কিন্তু ফ্যাটি লিভারও। তাই এমন হলে আগেই ফ্যাটি লিভারের একটা পরীক্ষা করিয়ে নিন। এর সঙ্গে পেটে তীব্র ব্যথাও হয়।

৩) ​নজর রাখুন প্রস্রাবের রং ও গন্ধের দিকে। শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরেও একটানা প্রস্রাবের রং হলুদ হতে থাকলে ও অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করান।

৪) ত্বক হলদেটে ভাব, চোখ হলুদ হয়ে যাওয়া মানেই যে কেবল জন্ডিসের লক্ষণ, এমনটা নয়। ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও এমন উপসর্গ দেখা দিতে পারে।

৫) ওজন বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের খিদেও বেড়ে যায়। এমন সময়ে মিষ্টিজাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়লে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে।


West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
আজকের সেরা খবর | সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি! মঙ্গলবার হবে এসএসসি মামলার শুনানি!
WB Matirkatha Scheme | মাটির কথা পোর্টাল – কৃষির উন্নয়নে অনলাইন ব্যবস্থা!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য