দেশ

MahaKumbh 2025 | আজ শেষ শাহী স্নান, কন্ট্রোল রুম থেকে সঙ্গমে নজরদারি যোগীর, কড়া পাহারা পুলিশবাহিনীর

MahaKumbh 2025 | আজ শেষ শাহী স্নান, কন্ট্রোল রুম থেকে সঙ্গমে নজরদারি যোগীর, কড়া পাহারা পুলিশবাহিনীর
Key Highlights

মহাকুম্ভে আজ শেষ শাহী স্নান। ইতিমধ্যেই ৩৭ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, ১৪ হাজার হোমগার্ড মোতায়েন করা হয়েছে সঙ্গমে।

মহাকুম্ভে আজ শেষ শাহী স্নান। লাখো লাখো পুণ্যার্থী পুণ্যস্নানের জন্যে জড়ো হয়েছেন প্রয়াগরাজে। ভিড় সামলাতে গোটা কুম্ভ এলাকায় গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন VIPদের জন্যে থাকছে না কোনো বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই ৩৭ হাজার পুলিশকর্মী এবং ১৪ হাজার হোমগার্ড মোতায়েন করা হয়েছে সঙ্গমে। বসানো হয়েছে ২৭৫০টি AI ভিত্তিক সিসিটিভি ক্যামেরা। এছাড়াও ১৮টি জল কন্ট্রোল রুম এবং ৫০টি ওয়াচটাওয়ারও বসানো হয়েছে। কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং।