চিটফান্ড দুর্নীতি-কাণ্ডে সিবিআইয়ের জালে এবার তৃণমূল পুর চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার

Wednesday, October 26 2022, 7:33 am
highlightKey Highlights

চিটফান্ড দুর্নীতি-কাণ্ডে এবার গ্রেফতার করা হল তৃণমূল পুর চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ীকে।


বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতারণা মামলায় মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে দুর্গাপুরের বাসিন্দা ব্যবসীয় সঞ্জয় সিংকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতারণা মামলায় এই নিয়ে হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানিকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এদিন তাঁর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সঞ্জয় সিংকে জেরা করার পর বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়। মোট তিন জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় এখন জামিনে মুক্ত।

ধৃত সঞ্জয় কুমার সিংকে বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়। এদিন ট্রেনে করে সঞ্জয় কুমার সিংকে আসানসোল রেল স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। মঙ্গলবার তাঁকে বেলা ১১টা নাগাদ বেশ কিছু নথিপত্র-সহ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। প্রায় ১০ ঘণ্টা পর রাতেই তাঁকে গ্রেফতার করার পর এদিন সকালে তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়।

Trending Updates

সঞ্জয় সিংয়ের একাধিক ব্যবসার সঙ্গে চিটফান্ড সংস্থার যোগ রয়েছে। সিবিআই মনে করছে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার। তাই আদালতে পেশের পর তাণকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় তৃণমূল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক নাম উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File