Poila Baisakh | সংসারের শ্রীবৃদ্ধি করতে চান? নববর্ষের প্রথম দিন করুন এই কাজগুলো!

Tuesday, April 15 2025, 6:01 am
highlightKey Highlights

মনে করা হয়, বছরের প্রথম দিনে যে কাজ করা হয় তার প্রভাব থাকে সারা বছর।


মনে করা হয়, বছরের প্রথম দিনে যে কাজ করা হয় তার প্রভাব থাকে সারা বছর। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাঙালির নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে কুবের যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করলে, লক্ষ্মী, গণেশের মূর্তি বাড়িতে এনে পুজো করলে, বাড়িতে ঢোকার মুখে গণেশ মূর্তি স্থাপন করলে, হলুদ আর সিঁদুর লাগানো আমপাতা প্রবেশদ্বারে লাগালে, করি কিনলে, দরিদ্রদের দান করলে অর্থকষ্ট দুর হবে। এছাড়াও এদিন যতটা সম্ভব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। এদিন ঝাঁটা, জুতো কিনবেন না। যেকোনও সময় গরুকে খাবার খাওয়ান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File