দেশ

চোরাশিকারিদের তারের ফাঁদে আটকে মধ্যপ্রদেশের কানহায় বাঘিনির মৃত্যু

চোরাশিকারিদের তারের ফাঁদে আটকে মধ্যপ্রদেশের কানহায় বাঘিনির মৃত্যু
Key Highlights

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্রপ্রকল্পে চোরাশিকারিদের নিশানা হয়েছে একটি পূর্ণবয়স্ক বাঘিনি। বুধবার কানহার বাফার এলাকার খাপা রেঞ্জের অন্তর্গত বামনি বিট থেকে তার দেহ উদ্ধার করেন বনকর্মীরা। গলায় চোরাশিকারিদের পাতা তারের ফাঁস আটকে ছিল। ব্যাঘ্রপ্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়েই বাঘিনিটির মৃত্যু হয়েছে।কানহা ব্যাঘ্রপ্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর নরেশ সিংহ যাদব বৃহস্পতিবার বলেন, ‘‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে বাঘিনির দেহের ময়না তদন্ত হয়েছে। ওই এলাকায় চোরাশিকারিদের গতিবিধি সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে।’’