রাজ্য

Bartender Women | এবার বারে নিশ্চিন্তে কাজ করতে পারবেন মহিলারাও, বড়ো পদক্ষেপ মমতা সরকারের

Bartender Women | এবার বারে নিশ্চিন্তে কাজ করতে পারবেন মহিলারাও, বড়ো পদক্ষেপ মমতা সরকারের
Key Highlights

এ বার ‘অন ক্যাটিগরি’ লিকার শপে (যে সমস্ত জায়গায় বসে মদ খাওয়ার অনুমতি রয়েছে) কাজ করতে পারবেন মহিলারা।

বুধবার রাজ্য বিধানসভায় ‘ফিনান্স বিল ২০২৫’ এ একগুচ্ছ নিয়মনীতি সংশোধন করলো মমতা সরকার। দ্য বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, ১৯০৯এর ২৫(২) ধারা অনুযায়ী, থিয়েটার কাম বার কিংবা যে জায়গায় মদ বিক্রির সঙ্গে বসে খাওয়ার অনুমতি মেলে সেখানে মহিলাদের নিয়োগ করা যেত না। তবে সামাজিক কাঠামোর পরিবর্তনের সাথে সাথে মহিলারাও বিভিন্ন ধরণের পেশায় চুটিয়ে কাজ করছেন। তাই এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, ‘অন ক্যাটিগরি’ লিকার শপে এবার থেকে মহিলারাও কাজ করতে পারবেন।