Goa Fire Accident | মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠলো পানশালা! গোয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ২৩

Sunday, December 7 2025, 4:02 am
highlightKey Highlights

উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি জনপ্রিয় নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


শনিবার উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে মর্মান্তিক অগ্নিকান্ড ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল মধ্যরাতে আচমকা ওই ক্লাবে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা গোটা ক্লাবে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পর্যটকেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File