Yogi Adityanath | অযোধ্যার শোভা বাড়াতে ‘তিলক প্রবেশদ্বার’ নির্মাণে উদ্যোগী যোগী সরকার

Thursday, August 7 2025, 3:14 pm
highlightKey Highlights

অযোধ্যার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে যোগী সরকার ‘তিলক প্রবেশদ্বার’ নামে একটি নতুন বিশাল গেট তৈরি করছে।


শোভা বাড়তে চলেছে অযোধ্যার। পঞ্চকোশি পরিক্রমা মার্গে হনুমান গুফার কাছে ‘তিলক প্রবেশদ্বার’ নামে একটি নতুন বিশাল গেট তৈরি করছে যোগী সরকার। এই কাজে প্রায় ১.৮৯ কোটি টাকা খরচ করছেন অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটি। প্রায় ৬০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সূত্রের খবর, গেটটি রামায়ণ যুগের বিভিন্ন প্রতীক, ঐতিহ্যবাহী কারুকার্য, প্রাচীন মন্দিরের স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি হচ্ছে। প্রবেশদ্বারের চারপাশে থাকবে সুদৃশ্য বাগানও। পঞ্চকোশি পরিক্রমার ভক্তদের জন্যে এটি বাড়তি আকর্ষণ হতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File