Adani Port | ভারতের নৌ বন্দরে পৌঁছলো বিশ্বের সবথেকে বড় পরিবেশ-বান্ধব কন্টেনার জাহাজ 'MSC Turkiye'
Thursday, April 10 2025, 4:54 am
Key Highlightsআদানির ভিঝিনজাম বন্দরে পৌঁছল বিশ্বের সবথেকে বড় পরিবেশ-বান্ধব কন্টেনার জাহাজ।
ভারতের নৌবাণিজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বুধবার কেরলে আদানি পোর্ট পরিচালিত ভিঝিনজাম বন্দরে এসে পৌঁছলো বিশ্বের সবথেকে বড় পরিবেশ বান্ধব কন্টেনার জাহাজ। জাহাজটির নাম MSC Turkiye। এটি চালায় ‘মেডিটেরিয়ান শিপিং কোম্পানি’। এই জাহাজের দৈর্ঘ্য ৩৯৯.৯ মিটার, প্রস্থ ৬১.৩ মিটার আর গভীরতা ৩৩.৫ মিটার। ২৪,৩৪৬ ইউনিট পণ্য পরিবহনকারী এই জাহাজটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব। ২০১৫ সালে কেরলের এই ভিঝিনজাম বন্দর চালু হয়। সারা বিশ্ব থেকে এই বন্দরে বড় আকারের কন্টেনার ভেসেল ভেড়ে।

