Donald Trump | আমেরিকার শিক্ষা দপ্তর পুরোপুরি বাতিলের পথে এগোলেন প্রেসিডেন্ট ট্রাম্প

Friday, March 21 2025, 4:36 pm
highlightKey Highlights

আমেরিকার শিক্ষা দপ্তর পুরোপুরি বাতিলের পথে এগোলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারগুলির হাতে।


বৃহস্পতিবার হোয়াইট হাউসে পড়ুয়াদের সামনে নতুন নির্দেশিকায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার শিক্ষা দপ্তর পুরোপুরি বাতিল করার পথে হাঁটলেন তিনি। পড়ুয়াদের শিক্ষার দ্বায়িত্ব এবার থেকে প্রাদেশিক সরকারগুলির হাতে থাকবে। ট্রাম্পের মতে এই পদক্ষেপের ফলে উন্নতি হবে আমেরিকার শিক্ষাব্যবস্থার। ট্রাম্পের নতুন নির্দেশে শিক্ষার অনুদান এবং শিক্ষাকর্মীদের বেতন আপাতত বন্ধ করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, খরচ কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কোপ পড়েছে শিক্ষা দপ্তরের উপর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File