Trump to evict illegal immigrants | ট্রাম্পের তাড়ায় ১৮,০০০ ভারতীয় ফিরছেন স্বদেশে, সম্মতি নয়াদিল্লিরও!

Wednesday, January 22 2025, 3:50 am
Trump to evict illegal immigrants | ট্রাম্পের তাড়ায় ১৮,০০০ ভারতীয় ফিরছেন স্বদেশে, সম্মতি নয়াদিল্লিরও!
highlightKey Highlights

প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠাতে চলেছে ট্রাম্প প্রশাসন। নয়াদিল্লিও তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত।


সিংহাসনে বসেই অবৈধ উদ্বাস্তু তাড়ানোয় ব্যাস্ত হলো ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, আমেরিকা ও ভারত মিলেই ১৮,০০০ অবৈধ ভারতীয় উদ্বাস্তুকে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভাষণে ট্রাম্প অবৈধ উদ্বাস্তুদের উচ্ছেদের বার্তা দিয়েছেন। তারপরই এদিন ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর খবর সামনে এল। সূত্রের খবর, নয়াদিল্লি এ ব্যাপারে আপত্তি করেনি। ভারতের আশা এই বিষয়ে ট্রাম্পের পাশে থাকলে বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন, ভারত তা থেকে ছাড় পেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File