শহর কলকাতা

Poetry Festival । তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হল কলকাতায়, সরলা রায় মেমোরিয়াল হলে চলছে অনুষ্টান

Poetry Festival । তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হল কলকাতায়, সরলা রায় মেমোরিয়াল হলে চলছে অনুষ্টান
Key Highlights

তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হল সরলা রায় মেমোরিয়াল হলে।

২৭ ডিসেম্বর, শুক্রবার সরলা রায় মেমোরিয়াল হলে তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হলো। উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট ইংরেজি ভাষার কবি ও হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নন্দিনী সাহু। এ বছর 'গদ্যপদ্যপ্রবন্ধ ২০১৪' সম্মাননা দেওয়া হলো বিশিষ্ট ওড়িয়া কবি কেদার মিশ্রকে। সপ্তর্ষি প্রকাশনের আয়োজনে গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকার উদ্যোগে বহুভাষিক জাতীয় কবিতা উৎসব'টি এই বছরের শেষ অনুষ্ঠান। উৎসবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি কালীকৃষ্ণ গুহ, বিমলেশ ত্রিপাঠী, সম্পূর্ণা চ্যাটার্জি সহ বিশিষ্ট কবিরা।