West Bengal Weather | ৪০ ছুঁইছুঁই জেলার তাপমাত্রা! দিনে ৫ ঘন্টা বাইরে বেরনোর ক্ষেত্রে সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর!

Monday, April 15 2024, 12:11 pm
highlightKey Highlights

সপ্তাহজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়বে। এই পরিস্থিতিতে তীব্র রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বেরনোর ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।


মাঝে গরম থেকে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বৈশাখের শুরুতেই ফের প্রচন্ড গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর! এ অবস্থায় পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) নিয়ে আরও আশঙ্কার কথা শোনালো আলিপুর  আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। এমনকি তীব্র রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’একটি জায়গায় স্থানীয় ভাবে সামান্য বৃষ্টি হতে পারে, তবে সে সম্ভাবনা জোরালো নয় বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)

তীব্র রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা
তীব্র রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা

কলকাতার আবহাওয়া :

কলকাতায় চলতি সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শহরে বাড়বে গরম ও অস্বস্তি। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। শহরে আকাশ আংশিক মোঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর ও চিকিৎসকরা। আর যদি একান্তই রোদে বের হতেই হয় তাহলে ছাতা, টুপি এবং রোদচশমা ব্যবহার করতেও বলা হচ্ছে মানুষ। এছাড়া ডিহাইড্রেশন থেকে বাঁচতে বেশি করে জল খাওয়ার কথাও বলা হচ্ছে।

আরো পড়ুন: Ajker bangla khabar

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে। সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। আগামীকাল মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ওইদিন গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

অনেক জেলায় তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে যাবে
অনেক জেলায় তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে যাবে

উল্লেখ্য, হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যের তিনটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছিল। বাঁকুড়া (৪০.২ ডিগ্রি সেলসিয়াস), বিষ্ণুপুর (৪০.২ ডিগ্রি সেলসিয়াস) এবং পানাগড়ে (৪০.১ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। বাকি এলাকায় তাপমাত্রা এখনও ৪০ ডিগ্রির গণ্ডি না ছুঁলেও হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন দিনে আরও চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সর্বত্র। সে ক্ষেত্রে অনেক জেলায় তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে যাবে।

আরো পড়ুন: আজকের খবর

উত্তরবঙ্গের আবহাওয়া :

এদিকে, মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। আগামী চারদিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হালকা সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ সেক্ষেত্রে এই গরমে যাঁরা ২-১ দিনের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁরা অল্পবিস্তর বৃষ্টির সম্মুখিন হতে পারেন।

পশ্চিমের জেলাগুলিতে আগামী ৪ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে
পশ্চিমের জেলাগুলিতে আগামী ৪ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে অবস্থিত। এছাড়া দক্ষিণের কোমরিন এলাকা থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বৃহস্পতিবার। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, উত্তর বাংলাদেশ, মধ্যপ্রদেশ এবং দক্ষিণের কোমরিন এলাকায়। এদিকে ওড়িশার তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর ওপর। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই তার সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিমের জেলাগুলিতে আগামী ৪ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও পেরতে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ফলে আপাতত কয়েকদিন রোদে বাড়ি থেকে বেরনোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসক ও আবহাওয়াবিদদের। অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা ও জল। নরম সুতির পোশাক পরে বাইরে বেরনোর পরামর্শও দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File