Share Market | সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস! উধাও ৯.৫ লক্ষ কোটি টাকা

Monday, January 27 2025, 11:48 am
highlightKey Highlights

সোমবার বেলা সাড়ে ১২ নাগাদ স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক ০.৭০ শতাংশের আশপাশে কমেছে।


সপ্তাহের প্রথম দিনেই ধস শেয়ার বাজারে। সোমবার বেলা সাড়ে ১২ নাগাদ স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক ০.৭০ শতাংশের আশপাশে কমেছে। এক সময় ৭৫ হাজার ৩৪৮ পয়েন্টে নেমে গিয়েছিল সেনসেক্স। যদিও বেলা সাড়ে ১২ টার সময় ৫৪৬ পয়েন্ট কমে সেনসেক্স রয়েছে ৭৫ হাজার ৬৩৯ পয়েন্টে। একই হাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০রও। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন কয়েক ঘণ্টায় প্রায় সাড়ে ৯ লক্ষ কোটি টাকা কমেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File