"স্বামী বিবেকানন্দ স্কলারশিপ"-এ কিভাবে আবেদন করবেন পড়ুয়ারা, বিস্তারিত জানা যাক।
ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি দুর্দান্ত স্কলারশিপ হল "স্বামী বিবেকানন্দ স্কলারশিপ"। বহু পড়ুয়াদের কাছে এটি 'বিকাশ ভবন স্কলারশিপ' নামেও বেশ পরিচিত। যোগ্য ছাত্র- ছাত্রীদের প্রতি বছরই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই চলতি বছর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই বছরের (২০২১ সাল) ছাত্র-ছাত্রীদের এই আবেদন প্রক্রিয়া চলবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর যোগ্যতা | Eligibility for Swami Vivekananda Scholarship:
- স্কলারশিপের আবেদনকারীকে এই রাজ্যের বাসিন্দা হতে হবে।
- যাঁরা আগে থেকে অন্য কোনও স্কলারশিপ পেয়ে থাকেন তাঁরা আবেদন করতে পারবেন না।
- আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
- উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে সেই পড়ুয়াকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
- স্নাতক স্তরের ক্ষেত্রে (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) ভর্তি হয়ে থাকলে উচ্চমাধ্যমিকে সেই পড়ুয়ার ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন।
- পোস্ট গ্র্যাজুয়েশনে যাঁরা ভর্তি হয়েছেন তাঁদের গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন? | How to apply for Swami Vivekananda Scholarship:
- আবেদনকারীর জন্মের শংসাপত্র, পরীক্ষার অ্যাডমিট কার্ড, আধার কার্ড, মার্কশিট এবং তাঁদের পারিবারিক আয়ের শংসাপত্র-এর কপিগুলি আগে থেকেই স্ক্যান করে রাখতে হবে।
- উক্ত নথিগুলি সঙ্গে রেখে সঠিক ওয়েবসাইটে (https://svmcm.wbhed.gov.in/) গিয়ে আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা এখন থেকে আরও বেশি পড়ুয়ারা লাভ করবেন। সাধারণত এই বৃত্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে মেধাবী ছাত্রছাত্রীদের টাকা প্রদান করে থাকেন । এত দিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় মোট ৭৫ শতাংশ নম্বর অর্জন করলেই উক্ত বৃত্তির জন্য আবেদন করা যেত। তবে এবার থেকে নতুন নিয়মে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই বৃত্তি।
- Related topics -
- শিক্ষা
- শিক্ষার্থী
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী
- রাজ্য