LPG Cylinder । নতুন বছরের প্রথম সুখবর, কমলো বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম
Wednesday, January 1 2025, 6:31 am
Key Highlights
নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর জন্য সুখবর। একধাক্কায় অনেকখানি কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম।
২০২৫ এ সুখবর দিলো কেন্দ্র। একধাক্কায় কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আজ থেকে ১৯ কিলোর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ১৪.৫০ টাকা। দিল্লিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ১৮১৮.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৮০৪ টাকা। কলকাতায় দাম কমেছে ১৬ টাকা। ১৯ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় দাঁড়িয়েছে ১৯১১ টাকায়। ২০২৩ এর আগস্টে ঘরোয়া গ্যাসের দাম ১০০ টাকা কমানো হয়েছিল। এদিন বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪ কেজির দামে বদল আসেনি।
- Related topics -
- দেশ
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস