খেলাধুলা

ISL | ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু ১৯ এপ্রিল থেকে! জানুন পুরো সূচি!

ISL | ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু ১৯ এপ্রিল থেকে! জানুন পুরো সূচি!
Key Highlights

প্লে অফ শুরু হবে ১৯সে এপ্রিল। প্লে অফের ছয়টি দল হলো মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি।

ঘোষিত হলো ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩- ২৪ এর প্লে অফ ও ফাইনালের চূড়ান্ত সময়সূচি। দিনক্ষণ অনুযায়ী প্লে অফ শুরু হবে ১৯সে এপ্রিল। প্লে অফের ছয়টি দল হলো মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি। 


 ছ'টি দলই প্লে-অফ নিশ্চিত করে ফেলার পর, পরবর্তী রাউন্ডের ক্রীড়াসূচি প্রকাশ করে দিল আইএসএল। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দেশের এক নম্বর ফুটবল লিগের ফাইনাল হবে ৪ মে। বৃহস্পতিবার আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছে। মে মাসের প্রথম শনিবার ফাইনাল হলেও, তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পরেই ঘোষণা করা হবে।


প্লে অফের সূচি:

নকআউট – ১৯ ও ২০ এপ্রিল

সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল

সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) - ২৮ ও ২৯ এপ্রিল

ফাইনাল – ৪ মে


প্রসঙ্গত, বুধবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হয়ে হেরেছে ইস্টবেঙ্গল এফসি। ১-৪ গোলে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাদের হারে সুবিধে পেয়ে গেল চেন্নাইয়িন এফসি। তারা এক ম্যাচ বাকি থাকতেই উঠে পড়ল প্লে-অফে। টানটান উত্তেজনায় ভরপুর আইএসএলে যে সেরা ছটি দল প্লে অফে খেলবে। তবে শীর্ষে থেকে লিগ শেষ করে কারা লিগশিল্ড জিতবে, তার লড়াই এখনও চলছে। কোন দল কত নম্বরে শেষ করবে, তা নির্ধারিত হওয়ার পরই প্লে অফ ম্যাচের ভেন্যু ঘোষণা করা হবে।


Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla