খেলাধুলা

ISL | ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু ১৯ এপ্রিল থেকে! জানুন পুরো সূচি!

ISL | ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু ১৯ এপ্রিল থেকে! জানুন পুরো সূচি!
Key Highlights

প্লে অফ শুরু হবে ১৯সে এপ্রিল। প্লে অফের ছয়টি দল হলো মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি।

ঘোষিত হলো ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩- ২৪ এর প্লে অফ ও ফাইনালের চূড়ান্ত সময়সূচি। দিনক্ষণ অনুযায়ী প্লে অফ শুরু হবে ১৯সে এপ্রিল। প্লে অফের ছয়টি দল হলো মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি। 


 ছ'টি দলই প্লে-অফ নিশ্চিত করে ফেলার পর, পরবর্তী রাউন্ডের ক্রীড়াসূচি প্রকাশ করে দিল আইএসএল। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দেশের এক নম্বর ফুটবল লিগের ফাইনাল হবে ৪ মে। বৃহস্পতিবার আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছে। মে মাসের প্রথম শনিবার ফাইনাল হলেও, তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পরেই ঘোষণা করা হবে।


প্লে অফের সূচি:

নকআউট – ১৯ ও ২০ এপ্রিল

সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল

সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) - ২৮ ও ২৯ এপ্রিল

ফাইনাল – ৪ মে


প্রসঙ্গত, বুধবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হয়ে হেরেছে ইস্টবেঙ্গল এফসি। ১-৪ গোলে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাদের হারে সুবিধে পেয়ে গেল চেন্নাইয়িন এফসি। তারা এক ম্যাচ বাকি থাকতেই উঠে পড়ল প্লে-অফে। টানটান উত্তেজনায় ভরপুর আইএসএলে যে সেরা ছটি দল প্লে অফে খেলবে। তবে শীর্ষে থেকে লিগ শেষ করে কারা লিগশিল্ড জিতবে, তার লড়াই এখনও চলছে। কোন দল কত নম্বরে শেষ করবে, তা নির্ধারিত হওয়ার পরই প্লে অফ ম্যাচের ভেন্যু ঘোষণা করা হবে।


Enumeration Forms | এবার এনুমারেশন ফর্ম মিলবে অনলাইনেও, কোথায় পাবেন, কীভাবে ফিল-আপ করবেন?
Gold Rate Today | সোনার বাজারে খরা কাটলো অবশেষে, দাম কমেছে রুপোর-ও, আজ কলকাতায় সোনার দর কত?
Nadia | বাতিল কাফ সিরাপের পেটি নিয়ে BSF-পুলিশের সংঘর্ষ, নদিয়ায় আহত ২ পুলিশকর্মী, গ্রেপ্তার BSF
SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
BLO-SIR | এসআইআর-এর নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা, প্রশিক্ষণ শিবিরেই বিক্ষোভ BLO-দের